Today : 26 July, 2021

বন্ধ ঘোষণা করা হলো স্যামসাং মোবাইল কোম্পানিদক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ের মূল কারখানা ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। দেশটির গুমি নগরীতে স্যামসাং কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর কারখানাটিকে আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চীনে মহামারী রূপ নিয়ে করোনাভাইরাস। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ১৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত রয়েছেন ৭৮ হাজার ৫শ জনের মতো। এছাড়া দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন।