Today : 26 July, 2021

সুনামগঞ্জে বাস খাদে, ২১ যাত্রী নিখোঁজ

সুনামগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২১ যাত্রী নিখোঁজ রয়েছে। সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার জানিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যা পানিতে পূর্ণ ছিলো।বাসটিতে ২৫ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি যাত্রীরা এখনও নিঁখোজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত আছে।