Today : 26 July, 2021

‘মধ্যযুগে বাংলার ইতিহাস’ নামক গ্রন্থের উন্মোচন


বিশিষ্ট লেখক ও গবেষক মো. শহীদুর রহমানের ‘মধ্যযুগে বাংলার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়।

তিতাস ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও মহানগর পুজা উৎযাপন কমিটির সভাপতি বাবু শৈলেন চন্দ্র মজুমদার, সাবেক সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আফসার আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. তারেক মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে মো. শহীদুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন তিতাস ফাউন্ডেশনের সভাপতি মো. শাহজান মিয়া। এছাড়াও সংবর্ধনা প্রদান করেন ঢাকাস্থ সরাইল সমিতি ও নাসিরনগর উপজেলা সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তবে বলেন, ইতিহাস গবেষক মো. শহীদুর রহমান তাঁর এই গবেষণা কর্ম দ্বারা জাতীয় শিক্ষক হিসেবে বেঁচে থাকবেন। তিনি লেখকের ‘আদি বাংলার ইতিহাস’ গ্রন্থটিরও প্রসংসা করেন। তিনি আরো বলেন, এই গবেষণা কর্ম ইতিহাসের ছাত্র-শিক্ষকসহ সমগ্র বাঙ্গালী জাতিকে শেকড়ের পথ দেখাবে। ইতিহাসের ধারা ও সুত্রকে তিনি নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। ‘মধ্যযুগে বাংলার ইতিহাস গ্রন্থটি তিন খন্ডে প্রকাশ করেন জ্ঞানকোষ প্রকাশনী। লেখকের ‘আধুনিকযুগে বাংলার ইতিহাস’ গ্রন্থটিও শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে।