Today : 16 June, 2021

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিন

 

নিরাপদে থাকা ও নিরাপত্তার জন্য যে ছাদের নিচে আমরা অবস্থান নেই সেই ছাদই যদি মাথার ওপর ভেঙে পড়ে তাহলে নিরাপদ স্থান আর মিলবে কোথায়। এ ধরনের ঘটনার আশঙ্কায় আছে ময়মনসিংহের বিভিন্ন স্থানে। ময়মনসিংহে বিভিন্ন স্থানে উচু ভবন তৈরি করলেও কোনো প্রকার অগ্নি ব্যবস্থা না থাকায় অনেকে এসব ভবনগুলোকে বিপদজনক হিসেবে চিহ্নিত করছেন। ঝুঁকিপূর্ণ অনেক ভবন পরিত্যক্ত যাতে করার ঘোষণা দেওয়া হোক। আবার অনেক ভবন সংস্কার করলেও কোনো নিরাপদ বাসস্থান তৈরি না করে ব্যবহার উপযোগী করা হয়েছে।
শুধু ভবন নির্মাণে নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনিয়মে ভবন গড়ে তোলা হচ্ছে। তাই পরিশেষে বলা যায়, এসব ঝুকিঁপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে প্রশাসন ও সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা জরুরী ব্যবস্থা গ্রহণ করতে হবে নয়তো বা যেকোনো সময় কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখিত হতে হবে।